সড়কে মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি (ভিডিওসহ)

সামান্য অসচেতনতা চালক কিংবা পথচারি দুজনের জন্যই হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। হরহামেশা আমরা পথে চলতে চলতে মোবাইল ফোন ব্যবহার করি, গাড়ির চালক, সাহায্যকারীরাও করেন।
সড়কে মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি (ভিডিওসহ)

চলতি পথের এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। পথচারীদেরকে মোবাইল ও হেডফোন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে দেখা যায় না। ফোনের ডিসপ্লে স্ক্রিনের দিক তাকিয়ে পার হোন ব্যস্ত রাস্তা।

চালকদের মধ্যেও দেখা যায় এই প্রবণতা। অনেক চালককেই দেখা যায় মোবইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে। আবার অনেকে ভিডিও দেখতে দেখতেও গাড়ি চালান। যা যেকোন সময়ই হতে পারে মারাত্মক দুর্ঘটনার কারণ।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশ আনোয়ার কবির বলেন, “আমরা সবসময়ই সকলকে সচেতন করতে কার্যক্রম পরিচালনা করি। সড়কে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে চালকদের যেমন দায় আছে তেমনি পথচারীদেরও দায় রয়েছে। তাদেরকে সাবধানে এবং নিয়ম-কানুন মেনে পথ চলতে আমরা সবসময়ই সচেতন করে যাচ্ছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com