চা গরম!

কাপে নীল এবং সবুজ রঙ দেখে প্রথমে গোলানো রঙ মনে হয়েছিল, পরে জানা গেল সেটা আসলে চা। অপরাজিতা চা!  
চা গরম!

রাজধানীর টিএসসিতে দেখা মিলল আপরাজিতা ফুল দিয়ে তৈরি নীল রঙের এই অদ্ভুত চা। যার সাথে লেবু মেশালেই পরিবর্তন হয় রঙের। দাম প্রতি কাপ ১৫টাকা।

ক্লান্তি দূর করার জন্য চা প্রেমীদের কাছে এর বিকল্প নেই। কারো পছন্দ গুড়ের চা, কারো লেবু চিনির চা, কারো দুধ চা আবার কারো পছন্দ মাল্টা চা, মরিচ চা।

টিএসসিতে পাঁচ বছর ধরে চা বিক্রি করা তারেক মিয়া জানালেন মরিচ চা বানানের প্রক্রিয়াসহ নানা ধরনের চায়ের কথা।

তিনি র চা, দুধ চা, মাল্টা চা, মাল্টোভা চা, গ্রিন টি, গুড়ের চা, লেবু চা, মরিচ চা এবং অপরাজিতা চা বেচেন।

বললেন, র চা আর মাল্টা চাই বেশি চলে। মাল্টা চা কাপ প্রতি দশ টাকা। দুধ চা, র চা ছয় টাকা, শুধু অপরাজিতা চা এর দাম ১৫ টাকা।

চায়ের প্রতি আকৃষ্ট করতে দোকানীরা হয়তো নিয়ে আসবে নানা ধরনের বাহারি বা অদ্ভুত চা। কিন্ত সেগুলো মানুষের স্বাস্থ্যে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com