এক নজরে হাতির ঝিল (ভিডিওসহ)

বিনোদনের জন্য ঢাকাবাসীর কাছে পরিচিত এক নাম নাম হাতিরঝিল। সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে জনসাধারনের জন্য এটি খুলে দেওয়া হয় ২০১৩ সালের ২ জানুয়ারি।
এক নজরে হাতির ঝিল (ভিডিওসহ)

রাজধানীতে অবস্থিত সুন্দর এই জায়গাটির চারপাশের এলাকাগুলো হলো মগবাজার, নিকেতন, রামপুরা, বাড্ডা, গুলশান এবং তেজগাঁও।

শুধু বিনোদনের জন্যই নয়, নগরীর পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও বেশ পরিবর্তন এনে দিয়েছে এই হাতির ঝিলের ওয়াটার ট্যাক্সি। খুব কম সময় মানুষ বাড্ডা থেকে রামপুরা বা কারওয়ান বাজার যেতে পারছেন অনায়াসে।

নৌ পথ চালু করে ঢাকা সড়কে ট্রাফিক জ্যাম কমানো ছাড়াও এর প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করে বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এই জায়গাটি।

কুমিল্লা থেকে ঘুরতে হাতিরঝিলে ঘুরতে এসেছে সজীব হাসান নামে এক ব্যক্তি।

তিনি বলেন, “এই জায়গাটা অনেক ভালো লাগতাছে। চারিদিক অনেক সুন্দর। দেখার মতো আছে অনেক কিছু। আমি অনেক ভালো ফিল পাচ্ছি।”

অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকায় এসেছেন ফয়সাল হোসেন। তিনি বলেন, “বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরতে আসছি। জায়গাটা বেশ সুন্দর। এছাড়াও আসার আগে অনেক মানুষের কাছেই শুনেছি জায়গাটা অনেক সুন্দর। বাকিটা ঘুরে দেখি।”

হাতির ঝিলের ভেতরে দিয়ে যাতায়াতের জন্য রয়েছে চক্রাকার বাস সার্ভিসও। এছাড়াও সবুজে ঘেরা মনোরম পরিবেশে রয়েছে মনোরম বসার জায়গা, রেস্টুরেন্ট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com