প্রজাপতি, পাখনা মেলো (ভিডিওসহ)

প্রজাপতি দেখতে খুব সুন্দর। এর জন্মানোর প্রক্রিয়াটাও তেমনি অদ্ভুত। ওদের জন্ম ডিম থেকেই হয়, কিন্তু ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না। প্রথমে শুঁয়োপোকা বের হয়, তারপর সেই শুঁয়োপোকা এক সময় রূপান্তরিত হয় প্রজাপতিতে।
প্রজাপতি, পাখনা মেলো (ভিডিওসহ)

ক’দিন আগে ঘুরতে গিয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। সেখানে গিয়ে জেনেছি কীভাবে শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রুপান্তর হয়।

গাছের কচি পাতায় লার্ভা বা ডিম ছাড়ে মা প্রজাপতি। এই লার্ভা আঠালো পদার্থ দিয়ে পাতার সঙ্গে আটকে থাকে।

নির্দিষ্ট সময় পর ডিম ফুটে শুঁয়োপোকা বের হয়। শুঁয়োপোকারা মূলত খায় গাছের পাতা। গাছের পাতায় পাতায় ঘুরে বেড়ায়। আর এদের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় খাবারের খোঁজেই।

শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরের প্রক্রিয়াটি ঘটে কয়েকটি ধাপে। ধাপগুলোকে বলা হয় ইনস্টার। শেষ ধাপে এসে শুঁয়োপোকার শরীরে ডানার লক্ষণ প্রকাশ পেতে থাকে। আর সবার শেষে শুঁয়োপোকার খোলস ছেড়ে বেরিয়ে আসে অনিন্দ্য সুন্দর প্রজাপতি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com