কাগজের নৌকা, কে ভাসিয়েছে তা!

আমরা কম বেশি সবাই কাগজকে ভাঁজ করে নৌকা, প্লেন বানিয়েছি। এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যারা কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি বা কাগজের প্লেন বানিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারেনি।
কাগজের নৌকা, কে ভাসিয়েছে তা!

শৈশবকে রাঙানো চমৎকার জাদু যেন এটি। কাগজকে ভাঁজ করে নৌকা বা প্লেন বানানোর এই মাধ্যমকে বলে ‘অরিগামি’(Origami)।

অরিগামি নামটি এসেছে জাপানি শব্দ অরু ও কামি থেকে। অরু অর্থ কাগজ আর কামি মানে ভাঁজ অর্থাৎ কাগজের ভাঁজ।

কাগজকে নানা কৌশলে ভাঁজ করে অনেক কিছু বানানো যায়। কিছু কিছু অরিগামির কাজ দেখে বিস্মিত হতে হয়।

আমরা সহজেই কাগজকে ভাঁজ ফুল, পাখি, পশু অনেক কিছুই বানিয়ে ফেলতে পারি। যেগুলো দিয়ে নিজের পড়ার টেবিল সাজিয়ে নিতে পারি। নিজের ঘরকে সুন্দর করে তুলতে পারি। আবার এ মাধ্যমে ব্যবহার করার জিনিসপত্রও সহজে বানানো যায়। কলমদানি, নোটবুক, লাইট বক্স, কার্ড ইত্যাদি।

ইন্টারনেটে আমরা অরিগামি শিখতে পারি।আর অবাক করে দিতে পারি সবাইকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com