পড়ার খরচ চালাতে বাদলের সংগ্রাম

সপ্তাহ জুড়ে তার কোনো ছুটি নেই। সপ্তাহের ছয় দিন যায় বিদ্যালয়ে। ছুটির দিনে যায় ইট-বালুর গোলাতে। সেখানে কাজ না করলে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে তার। পড়াশোনার খরচ চালাতে কাজে নেমেছে সে।
পড়ার খরচ চালাতে বাদলের সংগ্রাম

গল্পটা ১২ বছর বয়সী বাদল মোল্লা শান্তর। বোন আর মাকে নিয়ে তার ছোট্ট পরিবার। অনেকটা বাধ্য হয়েই নিজের ছুটির দিনকে বিসর্জন দিচ্ছে বাদল। অন্যদের মতো ছুটির দিনটায় অবসর পায় না সে। ছুটির দিনে অনেক শিশু-কিশোর বেড়াতে গেলে কিংবা খেলাধুলা করলেও বাদলের গল্পটা তেমন নয়।

তার সাথে কথা বলে জানা যায়, শুক্রবার ইট-বালুর গোলায় কাজ করে ১০০-১৫০ টাকা আয় করে সে। এ দিয়েই চালাতে হয় সপ্তাহের খরচ। তার ছোট বোন সুরাইয়া হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বাদল বলে, "আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মানুষের পাশাপাশি ইঞ্জিনিয়ার হতে পারি।”

বাদলকে নিয়ে স্বপ্ন দেখে তার মাও। হ্যালোকে বাদলের মা বিলকিস বেগম বলেন, "আমার ছেলের লেখপড়া করার খুব ইচ্ছা। আমি লেখাপড়া খরচ দিতে পারি না। নিজে কাজ করে পড়ালেখার খরচ চালায়। দোয়া করবেন বাদল যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com