প্রবীণ পত্রিকাওয়ালা

ভোরের সূর্য উঠলেই সিরাজগঞ্জ জেলার ইলিয়ট ব্রিজ বা বড়পুলে পত্রিকা নিয়ে বসে থাকেন শামীম হোসেন। বয়স ৬৭ বছর। সিরাজগঞ্জ জেলার প্রবীণ পত্রিকা বিক্রেতা তিনি।
প্রবীণ পত্রিকাওয়ালা

স্বাধীনতার তিন বছর অর্থাৎ ১৯৭৪ সাল থেকে সিরাজগঞ্জে পত্রিকা বিক্রি করার কাজ শুরু করেন তিনি। এই দিয়েই তার জীবিকা নির্বাহ হয়। প্রায় ৪৪ বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছেন।

সকালের সোনা রোদ গায়ে মেখে ইলিয়ট ব্রিজের দক্ষিণ পাশে ফজল খান রোডে টানিয়ে রাখেন সব ধরণের পত্রিকা। সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিদিনই তার কাছে ছুটে আসেন পত্রিকা কেনার জন্য।

শামিম আহমেদের পূর্ব পুরুষের বাসস্থান ছিল ভারতের উড়িষ্যায়। স্বাধীনতার পূর্বেই পরিবারের হাত ধরে চলে আসেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলাতে। আর স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন। 

জীবিকার তাগিদে দশম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি পত্রিকা বিক্রি করা শুরু করেন। তারপর পুরোপুরি পত্রিকা বিক্রি করাকে নিজের পেশা হিসেবে বেছে নেই। শুরুর দিকে তিনি সিরাজগঞ্জের বিভিন্ন বাসায় ও রাস্তায় পত্রিকা ফেরি করতেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com