সিরাজগঞ্জের যুদ্ধ জয়ের গল্প (ভিডিওসহ)

১৯৭১ সালের এপ্রিল মাস। পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহরে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন করেই শুরু করে নির্যাতন, জুলুম, ধর্ষণ ও অগ্নিসংযোগ। ধ্বংসস্তুপে পরিণত হয় সমগ্র শহর।
সিরাজগঞ্জের যুদ্ধ জয়ের গল্প (ভিডিওসহ)

নিষ্ঠুর এই পৈশাচিকতা ছড়িয়ে পড়ে শহরতলীসহ গ্রামীন জনপদেও।

১৭ জুন, ৭১। সিরাজগঞ্জের বেসরকারি সাব সেক্টর পলাশডাঙ্গা যুবশিবিরের নেতৃত্বে কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে প্রথম সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এরপর থেকে বাঘাবাড়ি, নওগাঁ, বড়ইতলা, বাগবাটি, ঘাটিনার ব্রিজ, ছোনগাছা, ভাটপিয়ারী, শৈলাবাড়ী, ব্রহ্মগাছা, ঝাঐলসহ বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। নিহত হয় সহস্রাধিক পাক হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর এবং আলশামস বাহিনী।

যুদ্ধ সময়ের নানা ইতিহাস নিয়ে হ্যালোর সঙ্গে গল করেছেন বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com