আনোয়ার মামার চা (ভিডিওসহ)

শ্রীমঙ্গলের হরেক রঙের, রকম চায়ের কথা আমরা সবাই জানি। কিন্তু সিরাজগঞ্জেও সাতরঙা চা বানাচ্ছেন কড্ডার মোড় এলাকার আনোয়ার হোসেন। তাকে সবাই আনোয়ার মামা বলেই ডাকে।
আনোয়ার মামার চা (ভিডিওসহ)

সিরাজগঞ্জ মহাসড়কের পাশে ছোট্ট একটি দোকান রয়েছে তার। তার বাড়ি কড্ডার কেষ্টপুরে। তার কাছে তিন লেয়ারের চা, দুই লেয়ারের চা, আখের রসের চা, আঙুর চা, মাল্টা চা, মরিচ চা, মালাই চা পাওয়া যায়।

তার দোকানে ২০ থেকে ২৫টাকা দামের মধ্যেই সব চা পাওয়া যায়।

স্থানীয়রা জানান, আনোয়ার মামা অনেক সুন্দর করে চা বানাতে পারেন এবং অনেক জেলা থেকে লোকজন আনোয়ার মামার চা খেতে আসেন।

পাশের গ্রামের আব্দুল পান্না সরকার হ্যালোকে বলেন, এখানে আনোয়ার মামা ছাড়া কেউ এধরনের চা বানাতে পারেন না। তাই তিনি এখানে চা খেতে এসেছেন।

আনোয়ার মামা হ্যালোকে বলেন  বলেন, আনোয়ার মামা ১৯৯৮ সাল থেকে এখানে চা বানান। তবে গত দুই বছর ধরে তিনি বেশ কয়েক ধরনের চা বিক্রি করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com