নরসুন্দর (ভিডিওসহ)

পথের ধারে হাটের মধ্যে পাতা সারি সারি টুল। সেখানে বসে আছেন এক নরসুন্দর।  নরসুন্দর এমন এক শ্রেণির পেশাজীবি যারা মানুষের চুল, দাঁড়ি কাটেন। আমরা তাদের নাপিত বলে চিনি।
নরসুন্দর (ভিডিওসহ)

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজী হাটে গিয়ে দেখেছি নরসুন্দরদের। হাটের দিন গাঁয়ের লোকে সারবেঁধে তাদের কাছে চুল, দাঁড়ি কাটেন।

বয়স্ক একজন নরসুন্দর হাটের এক কোণায় ছোট একটি টুল নিয়ে বসে রয়েছেন। তার সামনে আরেকটি টুল। সঙ্গে রয়েছে চুল-দাঁড়ি কাটার খুড়-কাঁচিসহ অন্যান্য যন্ত্রাংশ।

ওই নরসুন্দরের কাছে গ্রামের বৃদ্ধরা এসে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন চুল-দাঁড়ি কাটার জন্য।

কথা হয় নরসুন্দর জগেন্দ্র নাথ রায়ের সঙ্গে। তিনি বলেন, আমার বাপ-দাদারাও হাটের মধ্যে খাট (টুল) নিয়ে এভাবেই চুল-দাঁড়ি কাটার কাজ করতেন। আমিও দীর্ঘ ৬০ বছর ধরে এই কাজ করে আসছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com