উচিতপুরের ঘাটে পর্যটকদের ভিড় (ভিডিওসহ)

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণার উচিৎপুরের হাওর অঞ্চল। এর অপরূপ সৌন্দর্য মানুষকে হাতছানি দিয়ে ডাকে। শিশু সাংবাদিক অনিন্দ্য পাল চৌধুরীর প্রতিবেদন।
উচিতপুরের ঘাটে পর্যটকদের ভিড় (ভিডিওসহ)

ছোট বড় ৮২টি হাওর নিয়ে ৪০৮ বর্গকিলোমিটারের হাওর অঞ্চল নেত্রকোণার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি ও কলমাকান্দা উপজেলা।

এখান রয়েছে জলরাশির নৈসর্গিক দৃশ্য, তীব্র ঢেউ, হিজল, করচের বাগান, মাছ ধরার দৃশ্য, সন্ধ্যায় সূর্যাস্তের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের টানে পর্যটকরা ছুটে যান হাওরে। জুন থেকে নভেম্বর মাস এই ছয় মাস থাকে হাওরের এই জলরাশি।

মদন উপজেলা সদরের নুরুল হক রুনো বলেন, এখন হাওরে ভরা যৌবন। প্রতিদিনই উচিৎপুর ঘাটে শত শত পর্যটকের ভিড় লেগেই আছে।

ময়মনসিংহ থেকে বেড়াতে আসা মাহমুদুল হাসান মিলন বলেন, প্রকৃতির এমন মেলবন্ধন দেখে মন জুড়িয়ে যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com