নেত্রকোণায় হারিয়ে গেছে চন্দ্রকুমার দে’র স্মৃতি (ভিডিওসহ)

মহুয়া, মলুয়া, চন্দ্রাবতীসহ ৫৪টি পালা নিয়ে লোকজ সংস্কৃতির গ্রন্থ ‘মৈমনসিংহ গীতিকা’। বাংলা সাহিত্যের অমূল্য কীর্তি এই গ্রন্থটি ড. দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেছিলেন। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সন্তান সংগ্রাহক চন্দ্রকুমার দে’র সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতেই। তবে এই চন্দ্রকুমার দে'র স্মৃতিই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
নেত্রকোণায় হারিয়ে গেছে চন্দ্রকুমার দে’র স্মৃতি (ভিডিওসহ)

পল্লীর সাধারণ মানুষ রচিত এই গীতিকা বাংলা সাহিত্যে গৌরব বয়ে আনলেও এর সংগ্রাহক চন্দ্রকুমার দে’র নিজ গ্রামে আজ তার কোন স্মৃতিচিহ্ন নেই। সংগ্রহ ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে তার অনেক রচনা, নিদর্শনও। এলাকাবাসী ও সাহিত্যপ্রেমিরা তার স্মৃতি ও সংগ্রহ সংরক্ষণের দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com