গ্রাম্য হাটের রসগোল্লা (ভিডিওসহ)

ঝালকাঠির প্রত্যন্ত অঞ্চলে এখনও বসে গ্রামীণ হাট। বেচাকেনা ছাড়াও হাটে জমে খাওয়া দাওয়া আর গল্পের আড্ডা। আর সে আড্ডায় চলে জমিয়ে মিষ্টি খাওয়া। দোকানীরাও নিজেদের তৈরি নানা রকম মিষ্টির পসরা সাজিয়ে বসেন হাটের কোণে।
গ্রাম্য হাটের রসগোল্লা (ভিডিওসহ)

ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরের হাটটি বেশ পুরনো।

জিলাপি, তালমিশ্রি, সন্দেশ, দই, শুকনো ও রসে ভেজা মিষ্টির বিশাল আয়োজন। তবে রসে ভেজা মিষ্টিই সবার কাছে বেশি আকর্ষণীয়।

বিক্রেতারা জানিয়েছেন, আগে এ হাটে মিষ্টি বেচাকেনায় ধুম লেগে থাকত। এখন দোকানপাট বেড়ে যাওয়ায় অনেকটাই কমে গেছে।

তবে এখনও হাটে আসা লোকজন আটঘর হাটের রসে ভেজা একটা রসগোল্লা না খেয়ে বাড়ি ফেরেন না।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com