ফুটবলে মাতোয়ারা (ভিডিওসহ)

চলছে ফুটবলের মহাযজ্ঞ। একটা বল নিয়ে ২২ জনের লড়াই। অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে তেমন কোনো আশা না থাকলেও আনন্দ করতে তো মানা নেই।
ফুটবলে মাতোয়ারা (ভিডিওসহ)

প্রিয় দলকে সমর্থন দিতে মানা নেই। তাই প্রতি চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে ওঠে বাঙালিরা। আর নানা রঙে রাঙিয়ে যায় বাসা-বাড়ি, ছাদ।

বাঙালি ফুটবল পাগল জাতি। প্রতি চার বছর পরপর যখন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় তখন ১৭ কোটি জনসংখ্যার দেশটি নাওয়া-খাওয়া ভুলে মেতে উঠে ফুটবল উন্মাদনায়।

ফুটবল উৎসবের অন্যতম অনুষঙ্গ হলো প্রিয় দলের জার্সি পরা এবং পতাকা উড়ানো।

কামাল হোসেন নামের এক পতাকা কারিগর বলেন, “গত দুই মাস আমি বিরতিহীনভাবে পতাকা বানিয়েছি। এমন অনেক দিন গেছে আমি দুই ঘণ্টাও ঘুমাইনি।”

আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে সে বিরতিহীনভাবে পতাকা বানিয়েছে যে পতাকাগুলো বিক্রি করছে স্থানীয় বাজারে। তার তৈরি পতাকার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনাই বেশি।

খেলা শেষে প্রিয় দল জিতলেই এলাকায় বের হয় আনন্দ মিছিল। প্রিয় দলের পতাকা উড়িয়ে মিছিল করে। এই না হলে ফুটবল পাগল জাতি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com