মুন্ডাদের বিয়ে আর টুসু গান (ভিডিওসহ)

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিতে নানা সম্প্রদায়, ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলন ঘটেছে সাতক্ষীরা জুড়ে। এদের মধ্যে মুন্ডাদের বিয়েতে নানান আচার ও উৎসব পালন করে তারা। টুসু গান তার মধ্যে অন্যতম।  
মুন্ডাদের বিয়ে আর টুসু গান (ভিডিওসহ)

বাংলাদেশে ৪৫টিরও বেশি আদিবাসী সম্প্রদায় বাস করে। এদের মধ্যে সুন্দরবন অঞ্চলের মুন্ডারা মূলত বনের আবহাওয়া গায়ে মেখে বড় হয়, বনের উপর নির্ভর করে তাদের জন্ম জন্মান্তরের সংস্কৃতি গড়ে উঠেছে।

গোত্রের বাইরে তাদের বিয়ে হয় না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে তাদের সমাজচ্যুত করা হয়। একঘরে করে রাখারও নিয়ম আছে।

এদের বিয়েতে নানান ধরনের নাচ-গানের মধ্যে, টুসু গান খুব জনপ্রিয়।

একজন গায়ক জানান, টুসু গানের মধ্য দিয়েই বিয়ের কনেকে শ্বশুর বাড়িতে কী করণীয় তা গানে গানেই জানানো হয়।

আধুনিকতা এখনও তাদের প্রাচীন আচার-আচরণ, প্রথা ও রীতিকে ততটা গ্রাস করেনি। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com