বিপি ডে’

বিশ্বের লাখ লাখ স্কাউট অনুরাগীদের কাছে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনটি খুবই আনন্দের দিন।
বিপি ডে’

বাংলাদেশ স্কাউটস, দিবসটিকে ‘বিপি দিবস’ হিসেবে পালন করে থাকে। দিনটিকে অনেকে ‘স্কাউট দিবস’ হিসেবেও অভিহিত করে থাকেন।  

১৮৫৭সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশে একটি বাড়িতে জন্ম নেন, পাওয়েল।  

বাবা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেভারেণ্ড এইচজি ব্যাডেন পাওয়েল আর মা ছিলেন বৃটিশ এডমিরাল ডাব্লিউটি স্মিথের কন্যা হেনরিটা গ্রেসা।

১৬৯টি সদস্য দেশসহ বিশ্বব্যাপী দুইশ ১৬টি দেশ ও অঞ্চলে ওয়ার্ল্ড অরগানাইজেশান ওব দ্য স্কাউট মুভমেন্ট (ডাব্লিউওএসএম) দিনটিকে স্কাউট ফাউন্ডার্স ডে’ হিসেবে উদযাপন করছে।

এবারের স্কাউট ফাউন্ডার্স ডে’কে ব্যতিক্রমী করে তুলতে পাঁচটি সাধারণ কাজকে চিহ্নিত করেছে ডাব্লিউওএসএম।যা সমাজে অসাধারণ প্রভাব ফেলতে পারে। কাজগুলো হলো, একটি করে গাছ লাগানো, মেয়েদের সহযোগিতায় ছেলেদের এগিয়ে আসা, স্কাউটিংয়ে সদস্য বাড়ানো, স্কাউট বন্ধুকে আর্থিক সহযোগিতা এবং অভূক্তকে খাবার দাওয়া।

১৯৪১ সালে ৮ জানুয়ারি পাওয়েল মারা যান। সারা বিশ্বে এক যোগে আজকের এই বিপি দিবস পালিত হচ্ছে। ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপে ১৯০৭ সালের ২৯ অগাস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন স্কাউট নিয়ে শুরু হয়েছিল স্কাউট আন্দোলন। সে সংখ্যা আজ সারা বিশ্ব প্রায় দশ কোটির কাছাকাছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com