সুখেরও বসন্ত

পয়লা ফাল্গুন উদযাপন করা হয় বসন্ত উৎসব।
সুখেরও বসন্ত

ঋতুবৈচিত্রের মধ্যে এই মাসে পরিবেশ সেজে ওঠে এক নতুন সাজে। হরেক রকমের ফুলে ফুলে ভরে ওঠে গাছগুলো, গাছের সবুজ পাতা নতুন করে প্রাণ ফিরে পায়।

কোকিল  কুহু কুহু তানে জানিয়ে দেয় বসন্তের মোহময়তাকে। পৌষ-মাঘ দুই মাসের শীতকে কাটিয়ে বসন্ত এনে দেয় নতুন প্রাণ।

মোগল সম্রাট আকবরের হাত ধরেই প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু হয় ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে তিনি  প্রবর্তন করেন ১৪টি উৎসবের। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব।

বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তার এই উৎসবটি উদযাপনের ধরন তখন অবশ্য এখনকার মত ছিল না।

১৪০১ বঙ্গাব্দ থেকে চালু হয় প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com