
তিনি মূলত রম্য রচয়িতা ছিলেন। রচনা করেছেন অজস্র গল্প, কবিতা, নাটক। ১৩ ডিসেম্বর তার ১১৫তম জন্মদিন।
১৯০২ সালে পশ্চিমবঙ্গের মালদার চাঁনলে এক রাজকীয় পরিবারে তার জন্ম। শিক্ষা জীবনেই তিনি মহাত্মা গান্ধীর ঘোষিত স্বদেশী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন।এজন্য তিনি ম্যাট্রিকুলেশন (এসএসসি) পরীক্ষার জন্য অযোগ্য হয়ে যান।
তারপর বিচিত্র জীবনযুদ্ধে তাকে করতে হয়েছে সাংবাদিকতা, রাজনীতি, কাগজ ফেরি, ফুটপাথে রাত্রিবাস। এরই মধ্যে করেছেন সাহিত্য সাধনাও।
কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবনের শুরু হলেও তিনি নাটক, গল্প ও উপন্যাস লিখেও সমাদৃত হয়েছেন।
তার লেখা কবিতার বই ‘মানুষ’ ও ‘চুম্বন’, স্মৃতিকথা মূলক বই ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা, ভালবাসা পৃথিবী ঈশ্বর’, প্রবন্ধগ্রন্থ, ‘মস্কো বনাম পন্ডিচেরি’ ও ‘ফানুস ফাটাই’।
উপন্যাস ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কলকাতার হালচাল’, ‘বর্মার মামা’, ‘মনের মত বৌ’ ইত্যাদি।
এছাড়া গল্পগ্রন্থের মধ্যে আছে নববর্ষের সাদর সম্ভাষণ, কল্কেকাশির অবাক কাণ্ড, হর্ষবর্ধনের সূর্য-দর্শন, কালান্তক লাল ফিতা, পিগ মানে শুয়োরছানা, হাওড়া আমতা রেললাইন দুর্ঘটনা, স্যাঙাতের সাক্ষাত, যাহা বাহান্ন, মাসতুতো ভাই, ছারপোকার মার ইত্যাদি।
তার বিচিত্র জীবনের উপর নিজের রচিত উপন্যাস ‘বাড়ি থেকে পালিয়ে’ অবলম্বনে ঋত্বিক ঘটক নির্মাণ করেছিলেন চলচ্চিত্রও।