সিকান্দার আবু জাফর (ভিডিওসহ)

সিকান্দার আবু জাফর বাংলা সাহিত্য অঙ্গনে এক উজ্জল নক্ষত্র। তিনি একাধারে একজন কবি, নাট্যকার, কথা সাহিত্যিক, গীতিকার ও অনুবাদক।
সিকান্দার আবু জাফর (ভিডিওসহ)

তার জন্ম সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে ১৯১৯ সালের ১৯ মার্চ। তার পুরো নাম সৈয়দ আলহাশেমী আবু জাফর মুহাম্মদ বখত সিকান্দার।

তিনি অসংখ্য গান, কবিতা, নাটক রচনা করে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ হলো প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো প্রভৃতি। এছাড়াও সিরাজউদ্দৌলা নাটক রচনা করে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন।

তার রচিত আমাদের সংগ্রাম চলবেই গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

অনুবাদক হিসেবেও ছিল তার বিশেষ খ্যাতি। তার কিছ অনুদিত গ্রন্থ হলো, যাদুর কলস, রুবাইয়াত, ওমর খৈয়াম প্রভৃতি।

 

তিনি ছিলেন স্বাধীনচেতা। তার সাংস্কৃতিক ও সামাজিক কাজের পরিধী ছিল ব্যাপক। নিজের দেশ ও দেশের মানুষ ও তাদের স্বাধীনতা ও মুক্তি নিয়েও তার ভাবনা চিন্তার অন্ত ছিল না। তাই তার জীবন কালে সংঘটিত সব প্রগতিশীল আন্দোলন ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয় অংশ গ্রহণ করেন।

২০১১ সাল থেকে প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিকান্দার আবু জাফর ফাউন্ডেশন ১০ দিনব্যাপী একটি লোকজ মেলার আয়োজন করে থাকে। এটি সিকান্দার মেলা নামে পরিচিত।

তিনি ১৯৭৫ সালের ৫ অগাস্ট মারা যান। রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com