আন্তর্জাতিক মহাসাগর দিবস

আন্তজার্তিক মহাসাগর দিবস ৮ জুন। ১৯৯২ সাল থেকে এ দিবসটি পালন করা হয়।

ওই বছরে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে একদল কানাডিয়ান প্রতিনিধি আন্তজার্তিকভাবে এ দিবসটি পালনের প্রস্তাব দেন।

এর প্রেক্ষিতে ২০০৮ সালের ডিসেম্বরে জাতিসংঘ দিবসটিকে আন্তজার্তিকভাবে পালনের ঘোষণা দেয়। এরপরের বছর থেকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়।

আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান আমরা মহাসাগর থেকে পাই। খাদ্য, ওষুধের নানা উপাদান ও অক্সিজেনও পেয়ে থাকি।

তবে মানুষের অসচেতনতায় ও জলবায়ুর পরিবর্তনের ফলে মহাসাগরগুলো প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র। এই সামুদ্রিক বাস্তুসংস্থানের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করাই বিশ্ব মহাসাগর দিবস উদযাপনের মূল লক্ষ্য।

এ দিনে বিশ্বের নামকরা চিরিয়াখানা, জাদুঘর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নানা ধরণের সচেতনমূলক কর্মসূচি পালন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com