ঘুরে এলাম বান্দরবানের ক্যামলং জাদী (ভিডিওসহ)

'প্রবারণা পূর্ণিমা, কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে।'

চারদিকে পাহাড়, মাঝখানে সুউচ্চ ক্যামলং জাদী। দূর থেকে দেখে মনে হবে সোনা দিয়ে মোড়ানো এই জাদী।

বান্দরবান জেলা সদরের অন্যতম বৌদ্ধ মন্দির এই ক্যামলং জাদী।

শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথের এ জাদী প্রতিষ্ঠা করেন।

২০০৫ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৯ সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই এটি পরিচিতি পায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে।

দৃষ্টিনন্দন এই জাদীর চারদিকে আছে নানা জাতের ফুলের গাছ। এছাড়া খোলামেলা পরিবেশ এর অন্যতম বৈশিষ্ট্য।

এই জাদীর ঠিক পাশেই রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের থাকার ঘর। অনেক ভিক্ষুরা এখানে বসবাস করেন এবং জাদীর দেখা শোনা করেন।

প্রবারণা পূর্ণিমা, কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে।

দেশের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে প্রার্থনা করতে আসেন।

শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নয়, অন্যান্য ধর্মের লোকেরাও আসেন এ জাদী দেখতে।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বান্দরবান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com