আলুটিলা গুহার পর্যটকদের সুবিধার জন্য পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এখানে নির্মিত হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার ও বিশ্রামকক্ষ। গুহায় যাতায়াতের জন্যে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে।
Published : 23 May 2024, 08:31 PM
পার্বত্য জেলা খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি আলুটিলা গুহা। জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রাকৃতিক এই গুহাটির অবস্থান।
আলুটিলা গুহার পর্যটকদের সুবিধার জন্য পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এখানে নির্মিত হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার ও বিশ্রামকক্ষ। গুহায় যাতায়াতের জন্যে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে।
এ টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ভবন, বৃক্ষ শোভিত পাহাড়, চেঙ্গী নদীর প্রবাহ ও বিশাল আকাশ মনকে অপার্থিব মুগ্ধতায় ভরিয়ে তোলে।
প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসেন। পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও আছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খাগড়াছড়ি।