মৃত্যুবার্ষিকী
বয়সের হিসেবে কবি সুকান্ত বেঁচে ছিলেন মাত্র ২১ বছর। এই ছোট জীবনে তিনি রচনা করেছেন অসাধারণ সব সাহিত্য।
Published : 13 May 2024, 08:45 PM
বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্যের পরিচিতি ‘কিশোর কবি’ হিসেবে। সোমবার কবির ৭৭তম মৃত্যুবার্ষিকী।
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন।
বয়সের হিসেবে কবি সুকান্ত বেঁচে ছিলেন মাত্র ২১ বছর। এই ছোট জীবনে তিনি রচনা করেছেন অসাধারণ সব সাহিত্য।
একাদশ-দ্বাদশ শ্রেণির ‘সাহিত্যপাঠ’ বই থেকে কবির জীবনী সম্পর্কে জানা যায়, ছোটবেলা থেকেই সুকান্ত ‘রাজনীতি সচেতন’ ছিলেন। এই কথার প্রমাণ পেলে তার কাব্যেও।
সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন। পাঠকদের এসবের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব করার জন্য আহ্বানও করেছেন।
তার বিভিন্ন কবিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী জনতাকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।
সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ‘ছাড়পত্র’। এছাড়াও ‘ঘুম নেই’ ও ‘পূর্বাভাস’ নামেও দুইটি জনপ্রিয় কাব্যগ্রন্থের রচনা করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।