১৯৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী নুরুল আমীন বাগেরহাটে আসেন। তখন তিনি এই বিদ্যালয়ের জন্য এককালীন ১৫ হাজার টাকা বরাদ্দ দেন।
Published : 01 Sep 2024, 09:00 PM
কয়েকবছর পার করলেই বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষে পৌঁছাবে।
২০২৪ সালে প্রকাশিত স্কুলের বর্ষপুস্তক অগ্রদূত থেকে জানা যায়, ১৯২৯ সালে ‘বাগেরহাট জুনিয়র মাদরাসা’ নামে একটি প্রতিষ্ঠানের জন্ম হয়। যা ব্যক্তি প্রচেষ্টায় গড়ে তোলেন প্রয়াত ডা. মোজাম্মেল হোসেন।
পরবর্তীতে ১৯৪৭ সালে তারই নেতৃত্বে বিদ্যা প্রসারে আগ্রহী ব্যক্তিদের সহযোগিতায় ‘বাগেরহাট মুসলিম হাই স্কুল’ নামে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
১৯৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী নুরুল আমীন বাগেরহাটে আসেন। তখন তিনি এই বিদ্যালয়ের জন্য এককালীন ১৫ হাজার টাকা বরাদ্দ দেন। এরপর বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নুরুল আমীন হাই স্কুল’।
এরপর স্কুলের কার্যক্রম আরও বাড়ানো হয়। ১৯৬১ সালে বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও কৃষি বিভাগ খোলা হয়। একই সঙ্গে নাম পরিবর্তন করে রাখা হয় ‘নুরুল আমীন মাল্টিল্যাটারাল হাই স্কুল’।
এরপর আরেক দফা নাম পরিবর্তনের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে স্কুলের নাম হয় ‘বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়’।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: বাগেরহাট।