জেলহত্যার পর ২১ বছর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়।
Published : 03 Nov 2024, 04:51 PM
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর একটি বেদনাদায়ক ও কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে এক নির্মম হত্যাকাণ্ড। যা 'জেল হত্যা দিবস' নামে পরিচিত।
সেদিন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।
১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তী অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ক্যু-পাল্টা ক্যু'র ধূম্রজালের মধ্যে ৩ নভেম্বর রাষ্ট্রের হেফাজতে থাকা জাতীয় এই চার নেতাকে কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়।
কারাগারের মতো নিরাপদ আশ্রয়ে এ ধরনের হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসেও খুবই বিরল। তাই দিনটিকে দেশের কলঙ্কিত অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
জেলহত্যার পর ২১ বছর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলার কার্যক্রম আবার শুরু হয়। ২৯ বছর পর ২০০৪ সালে মামলার রায় ঘোষণা করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।