'শরৎকালে চারদিকে কাশফুল দোলে, আকাশে থাকে সাদা মেঘের ভেলা। অনেক সময় বেশ ঝলমলে রোদের মাঝে হঠাৎ করে এক পশলা বৃষ্টিও হতে দেখা যায়'
Published : 21 Aug 2024, 05:29 PM
শরৎ এলেই প্রকৃতি কেমন যেন স্নিগ্ধ হয়ে ওঠে। এ সময় বাতাস বয় মৃদু লয়ে। শরতে খুব ভোরে ঘুম ভেঙে গেলে দেখা যায় উঠোনের ঘাসে শিশির বিন্দু। মনে হয় হালকা বৃষ্টি হয়ে গেল এই কিছুক্ষণ আগেই। আসলে এগুলো বৃষ্টির ফোঁটা নয়, এগুলো হলো ভোরের শিশির। ঘাসের ডগায় শিশির মানেই বর্ষাকাল শেষ হয়ে শরৎ শুরু হয়ে গেছে। ষড়ঋতুর মধ্যে শরৎকাল হলো তৃতীয় ঋতু। বাংলা মাসের ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলিয়ে হয় শরৎকাল।
শরৎকালে চারদিকে কাশফুল দোলে, আকাশে থাকে সাদা মেঘের ভেলা। অনেক সময় বেশ ঝলমলে রোদের মাঝে হঠাৎ করে এক পশলা বৃষ্টিও হতে দেখা যায়। এই রোদ-এই বৃষ্টি নিয়েই শরতের প্রকৃতি।
শরৎকালে কাশফুলের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এছাড়াও শরৎকালে দেখা যায় শিউলি ফুল। সাদা ধবধবে শিউলি ফুলের মিষ্টি গন্ধে চারপাশ ভরে উঠে। কী শুভ্র, কী স্নিগ্ধ সে প্রকৃতি। তাকে ভালো না বেসে উপায় কী।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: বরগুনা।