
মাঠ না থাকায় শহীদ মিনার চত্বরই খেলাধুলা করছে শিশু-কিশোররা।
খুলনার খালিশপুরের মহসিন কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায় শিশুরা ক্রিকেট খেলছে।
এই শিশুরা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদককে জানায়, মিনার চত্বরের ছোট এই পাকা স্থানটিতে তারা নিয়মিতই খেলাধুলা করে।
মাহফুজ নামে ১২ বছর বয়সী এক শিশু বলছিল, "এই ছোট জায়গায় আমাদের খেলতে অনেক সমস্যা হয়, কারণ আমরা ভালো করে দৌঁড়াতেও পারি না।"
রহমান আমির নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, "এখানে এখন আর খেলতে সমস্যা হয় না। অভ্যাস হয়ে গেছে।"
অভিভাবককরা জানান, মাঠ সঙ্কটে শিশুদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই এখানেই তারা খেলাধুলা করে। তবে পাকা স্থানে খেলতে গিয়ে শিশুরা আঘাত পায়। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও করেন তারা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।