১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
Published : 20 Nov 2024, 06:53 PM
শিশুদের অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে ২০ নভেম্বর শিশু দিবস পালন করা হয়।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের জানায়, ১৯৫৯ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদের স্বীকৃতি ও ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ (সিআরসি) গৃহীত হওয়ার দুইটি দিনই নভেম্বরের ২০ তারিখ। এই ঘটনা দুটিকে স্মরণ করতে দিনটি বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
২০২৩ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তথ্যমতে, ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে এটি আন্তর্জাতিক আইনের অংশে পরিণত হয়।
শিশু অধিকার সনদ জাতিসংঘের সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি, যা জাতিসংঘের প্রায় সকল সদস্য রাষ্ট্রই অনুমোদন করেছে। বাংলাদেশও ১৯৯০ সালে শিশু অধিকার সনদে স্বাক্ষর করে।
১৯৫৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণা করা হলেও, সব রাষ্ট্রের এটি মেনে চলার বাধ্যবাধকতা শুরু হয় ১৯৯০ সালে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হওয়ার পর থেকে।
শিশু অধিকার সনদে ৫৪টি ধারার মাধ্যমে শিশুদের কল্যাণ নিশ্চিতের কথা বলা হয়েছে। এতে শিশুদের সকল প্রকার শোষণ-বৈষম্য, অবহেলা এবং নির্যাতনের হাত থেকে রক্ষার নির্দেশনা রয়েছে।
ফলে প্রতি বছরের ২০ নভেম্বর দিনটি শিশুদের অধিকার রক্ষার কথাই মনে করিয়ে দেয়।
শিশু অধিকার সনদ রক্ষার প্রধান দায়িত্ব রাষ্ট্রের হলেও শিশুর সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরও শিশু অধিকার সুরক্ষার দায়িত্ব বর্তায়। ফলে এই দিন নিজেকে প্রশ্ন করার দিন, শিশুদের অধিকার আদায়ে আমরা কতটা অগ্রসর হয়েছি?
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।