ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।
মাতৃভক্ত বিদ্যাসাগর
খবর পেলেন মা অসুস্থ। মাকে দেখতে যাবেন। বড়কর্তার কাছে ছুটি চাইলেন। আবেদন নাকচ হলে চাকরি ছেড়ে দিলেন ঈশ্বরচন্দ্র। চাকরি বড় কথা নয়। আকাশ ঘন অন্ধকার। দামোদর নদীর তীরে পৌঁছে দেখলেন এই দুর্যোগের রাতে খেয়ানৌকা বন্ধ হয়ে গেছে।
ছোটদের রবীন্দ্রনাথ
ছোটগল্প, কবিতা, প্রবন্ধ- সাহিত্যের নানা শাখায় বিচরণ ছিল রবীন্দ্রণাথ ঠাকুরের। বিশ্বকবি রবীন্দ্রণাথ শিশুদের জন্য লিখতেও কার্পণ্য করেননি। ছোটোদের জন্য তিনি লিখেছেন দুই হাত ভরে।