'আমরা দিনের পর দিন প্রকৃতির উপর অবিচার করছি। নির্বিচারে গাছপালা কেটে সাবাড় করেছি। বন উজাড় করছি।'
Published : 29 Apr 2024, 06:38 PM
এপ্রিলের শুরু থেকে টানা তাপদাহে পুড়ছে দেশ। সূর্যের খরতাপে অস্থির হয়ে উঠেছে আমাদের জীবন। এতে করে মানুষ হিটস্ট্রোক থেকে শুরু করে নানারকম অসুস্থতায় ভুগছে।
আমি মনে করি, কোনো কারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটে না। এই যে প্রকৃতিতে গরমের তীব্রতা বেড়েছে, তাও হয়তো আমাদের উপর প্রকৃতির কোনো প্রতিশোধ। তিক্ত শোনালেও কথাটি একেবারে মিথ্যে নয়।
আমার পাঠ্য বইয়ে পড়েছি, গাছপালা বাতাসে জলীয় বাষ্প ছাড়ে। যা তার চারপাশকে ঠান্ডা রাখে। গাছপালা কেটে ফেলার ফলে গাছের জলীয় বাষ্প ছাড়ার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। এ কারণেও প্রকৃতিতে তাপমাত্রাও বাড়তে পারে।
আমরা দিনের পর দিন প্রকৃতির উপর অবিচার করছি। নির্বিচারে গাছপালা কেটে সাবাড় করেছি। বন উজাড় করছি।
আমার মনে হয়, প্রকৃতি এখন আমাদের নিবোর্ধ কর্মকাণ্ডের প্রতিশোধ নিচ্ছে।
কাজেই, আমরা যদি পরিবেশের তাপমাত্রাকে আগের মতো স্বাভাবিক পর্যায়ে নিতে চাই, তাহলে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে এবং বেশি বেশি করে বৃক্ষ রোপণের উদ্যোগ নিতে হবে। কোথাও একটি গাছ কাটা হলে, তার বিনিময়ে তিনটি করে গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।
বৃক্ষ রোপণ বা বনায়ন সৃষ্টিই পারে আমাদেরকে প্রকৃতির এই বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।