সন্তানের কাছে কী চান বাবারা?

’আমার সন্তান যেন বিপথে না যায়’
সন্তানের কাছে কী চান বাবারা?

সন্তানের মুখে ভালোবাসি শোনার চেয়েও বাবাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তার সন্তানের ভালো থাকা, সুখে থাকা।

বাবা দিবস উপলক্ষ্যে কয়েক জন বাবার সঙ্গে কথা বলে হ্যালো। জানতে চাওয়া হয় বাবা হিসেবে সন্তানের কাছে তাদের চাওয়া কী?

মোবাইল ফোনে হ্যালোর সঙ্গে কথা হয় খেলন শুকলা নামে সুসং দুর্গাপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাবার।

তিনি হ্যালোকে বলেন, “আমার দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি। আমি চাই আমার ছোট মেয়ে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াক। তারপর বিয়ে দিতে পারলেই বাবা হিসেবে আমি সার্থক।”

কাজী সেলিম নামে আরেক অভিভাবকের সঙ্গে কথা হয়। যিনি তিন সন্তানের বাবা।

সন্তানের কাছ থেকে বড় কোনো প্রত্যাশা নেই জানিয়ে তিনি হ্যালোকে বলেন, “আমার সন্তান যেন বিপথে চলে না গিয়ে

সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার।"

আবুল কালাম আজাদ নামে আরেকজন বাবার সঙ্গে কথা হয়।

সন্তানের প্রতি তার চাওয়া-পাওয়া কী কী জানতে চাইলে জবাবে তিনি বলেন, “আমি চাই বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার দেখাশোনা করুক। এখন আমি যেমন আমার দায়িত্ব পালন করছি, সেও যেন তার দায়িত্ব পালন করে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com