কেন্দুয়ায় মেলায় আনন্দে মেতেছে শিশুরা (ভিডিওসহ)

শিশুরা মেলায় এসে পছন্দমতো খেলার সামগ্রী কিনছে, কেউবা নানা খাবার খাচ্ছে, কেউবা ঘুরে বেড়াচ্ছে।

নেত্রকোণার কেন্দুয়ায় মাসব্যাপী মেলায় শিশুরা মেতেছে আনন্দ-বিনোদনে। 

নাগরদোলা, নৌকা, চরকি, ভুতের বাড়ি, পুতুল নাচসহ নানা আয়োজন শিশুদের মনযোগ কেড়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই মেলা প্রাঙ্গণ শিশুদের কোলাহলে মুখরিত থাকে।

শিশুরা মেলায় এসে পছন্দমতো খেলার সামগ্রী কিনছে, কেউবা নানা খাবার খাচ্ছে, কেউবা ঘুরে বেড়াচ্ছে।

কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় লাগোয়া ফাঁকা স্থানে এই হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজন করে কেন্দুয়া প্রেসক্লাব।

আফসানা মিম নামে এক শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “রেলগাড়িতে চড়েছি। কুপে মোটরসাইকেল চালানো দেখছি। খুব ভালা লাগছে।”

সুমনা নামে আরেক শিশু বলছিল, “ভুতের বাড়িতে প্রদর্শনী দেখছি। গা শিউড়ে উঠছিল। মজা পাইছি। ফুচকা খাইছি। খেলনা কিনছি।”

অভিভাবকেরা বলছেন, নগর সভ্যতা আর লেখাপড়ার চাপে শিশুরা দিন দিন ঘরবন্দি যেমন হচ্ছে তেমন সুস্থ বিনোদন থেকেও বঞ্চিত হচ্ছে। এমন মেলা তাদের সন্তানদের মনন বিকাশে ভুমিকা রাখবে।”

কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল ‘হ্যালো’কে বলেন, “শিশুদের কথা ভেবেই মেলায় শিশুদের উপযোগী নানা বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।”

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com