পরিবারের ঋণের বোঝা শিশুর কাঁধে (ভিডিওসহ)

“বাবার টাকা দিয়ে বাড়ি ভাড়া আর খাবার খরচ চলে আর আমার টাকা দিয়ে কিস্তি চালায় মা।”

এক সময় পড়াশোনার স্বপ্ন দেখলেও তৃতীয় শ্রেণির পর আর স্কুলের চৌকাঠ পেরোনো হয়নি রংপুরের ১২ বছর বয়সী রাকিব নামের এক শিশুর।

রংপুরের একটি রেস্তোরাঁয় কথা হয় তার সঙ্গে।

কথা বলে জানা যায়, তার বাবা অসুস্থতা নিয়েই হোটেলে কাজ করেন। কিন্তু তার আয়ে সংসার চলে না। পরিবারের প্রয়োজনে অনেক টাকাই ঋণ হয়েছে। সংসারের খরচের সঙ্গে এখন যোগ হয়েছে ঋণের কিস্তির টাকাও।

ছয় ভাইবোনের মধ্যে রাকিব পঞ্চম।

সে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমি এই হোটেলে ছয় মাস থেকে কাজ করি। তার আগে পাশের হোটেলে এক বছর কাজ করছি।

“বাবার টাকা দিয়ে বাড়ি ভাড়া আর খাবার খরচ চলে আর আমার টাকা দিয়ে কিস্তি চালায় মা।”

সকাল ৮টায় কাজে আসলেও বাড়ি ফিরতে ফিরতে রাকিবের রাত ১০টা বেজে যায়। দিনশেষে মজুরি হিসেবে মেলে ১২০ টাকা।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com