মেশিনে ধান মাড়াই

“এই ফুকো কলে এক ঘণ্টায় ৩০ মণ ধান মাড়াই করা যায়।”
মেশিনে ধান মাড়াই

ধান মাড়াইয়ের জন্য শ্রমিক সঙ্কটের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু অনেক গ্রামেই এখন ধান মাড়াইয়ের কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

খুলনার তেরখাদা উপজেলার বিপ্র আজগড়া গ্রামের খুড়ার বট তলার ১নং ইউনিয়নে গিয়ে দেখা যায় একটি ধান মাড়াই যন্ত্রে পুরো গ্রামের কৃষকরা ধান মাড়াই করছেন।

মো. রাজু আহমেদ নামে এক শ্রমিকের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তিনি বলছিলেন, “এই ফুকো কলে এক ঘণ্টায় ৩০ মণ ধান মাড়াই করা যায়। অন্য একটা সুবিধা হলো ধান ঝাড়া লাগে না, কুটো ভালো থাকে। অল্প সময়ের মধ্যেই কৃষকরা সব কাজ শেষ করতে পারে।“

শ্রমিকরা জানান, এই মেশিন কিনতে সব খরচসহ পড়বে প্রায় চার লাখ টাকা। কিন্তু, কৃষকের জন্য সবচেয়ে উপকার হয় যে, বৃষ্টি-বাদলের আগেই দ্রুত ধান মাড়াই করে ফসল ঘরে তোলা যায়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com