সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন (ভিডিওসহ)

শিক্ষকরা একুশের চেতনাকে জাগ্রত করার তাগিদ দেন শিক্ষার্থীদের।

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রভাত ফেরির পর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকরা একুশের চেতনাকে জাগ্রত করার তাগিদ দেন শিক্ষার্থীদের।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন বলেন, "সকল শিক্ষার্থীকে একুশের চেতনাকে অন্তরে ধারণ করতে হবে এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।"

নাইম ইবনে আরেফিন নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, "আমাদের দেখা উচিত যেন বাংলা ভাষার কোনো অবমাননা না হয়।"

তাহমিদ রহমান নামে এক শিক্ষার্থী বলে, "বাংলা ভাষা এখন আমরা অবাধে ব্যবহার করতে পারছি। সকল শ্রদ্ধা তাদের প্রতি যারা ভাষার জন্য শহীদ হয়েছেন।"

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com