'খেলার মাঠ নেই, তাই মোবাইলে খেলি' (ভিডিওসহ)
সাতক্ষীরা পৌরসভার আট নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকায় একটু খোলা জায়গা আশা করা যেন কঠিন! শিশুরা বলছে, মাঠ না থাকায় খেলার জন্য মোবাইল ফোনই তাদের ভরসা।
সবুজবাগ এলাকার বেশ কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রনি নামে এক শিশু বলছিল, "আমাদের এখানে কোনো মাঠ নেই। আমরা খেলতে পারি না। আমার বন্ধুরা যারা আছি তারা বাসায় বসে বসে প্রায় সবসময় মোবাইলে খেলি।"
সিয়াম নামে এক শিশু বলে, "আমাদের একটা মাঠ ছিল, ওখানে আমরা খেলতাম। এখন ওই মাঠে ফসল চাষ হচ্ছে। ফলে ওই মাঠে আর খেলতে পারি না।"
টেলিভিশন ও মোবাইলে পর্দায় তাকিয়ে থেকে নিজের চোখের ক্ষতি হয়েছে জানিয়ে নাইম নামে এক শিশু বলে, "আমরা বন্ধুরা মিলে মাঠে খেলতেও পারি না। মাঠ নেই বলে সারাদিন ঘরে বসে শুধু টিভি আর মোবাইল দেখতে হয়। সারাদিন টিভি আর মোবাইল দেখে আমার চোখের ক্ষতি হয়েছে।"
আক্ষেপ করে স্বাধীন নামে এক শিশু বলে, "আমাদের এলাকায় কোনো মাঠ নেই। তার ফলে আমরা খেলতে পারি না।"
খেলার মাঠ সঙ্কটের বিষয়টি নিয়ে মিজানুর রহমান রহমান নামে স্থানীয় একজন কলেজ শিক্ষকের সঙ্গে কথা হয়।
তিনি হ্যালোকে বলছিলেন, "উক্ত বসতি এলাকায় অনেক কোমলমতি শিশু, ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন কার্যক্রম চালায় এবং পড়াশোনা করে। কিন্তু এলাকায় কোমলমতি শিশুদের মেধা বিকাশসহ শারীরিক বিকাশের জন্য কোনো মাঠ নেই। বিষয়টি খুবই দুঃখজনক।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: সাতক্ষীরা।