'শনিবার কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে রজতজয়ন্তীর অনুষ্ঠান হয়।'
Published : 04 Feb 2024, 06:51 PM
মৌলভীবাজারের সী-বার্ড কে. জি অ্যান্ড হাইস্কুলের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে রজতজয়ন্তীর অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া ও কবুতর উড়ানো হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যা উল্লেখযোগ্য সড়কগুলো প্রদক্ষিণ করে।
রজতজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুম ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
নুসরাত জাহান নুহা নামের বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠান (রজত জয়ন্তী) অত্যন্ত চমকপ্রদ হয়েছে।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।