
ভাষা শহীদদের স্মরণ করতে ও ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা সরকারি গণগ্রন্থাগার।
আয়োজকরা জানান, শিশুরা রঙ তুলি দিয়ে কাগজে নিজের ইচ্ছেমতো ছবি এঁকেছে। এরকম নানা আয়োজনের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনের তাৎপর্য শিশুদের কাছে পৌঁছে দেওয়াটা জরুরী।
আব্দুল্লাহ আল মামুন নামে গ্রন্থাগারের একজন মুখপাত্র হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।"
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঠাকুরগাঁও।