শিশুর মোবাইল ফোনে আসক্তি কমছে না! (ভিডিওসহ)

খেলার মাঠ না থাকায় অনেক শিশুই অবসর কাটায় মোবাইলে গেইম খেলে, ইউটিউব কিংবা ফেইসবুক ঘুরে।

এক সময় প্রায় প্রতিটি ঘরেই থাকতো লুডু খেলার বোর্ড, গুটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতি বদলেছে, শিশুরা মেতেছে মোবাইল লুডুতে।

খুলনা নগরীর শ্মশান ঘাট এলাকায় দেখা যায়, প্রায়শই শিশুরা গোল হয়ে বসে মেতে ওঠে মোবাইলে লুডু খেলায়।

খেলার মাঠ না থাকায় অনেক শিশুই অবসর কাটায় মোবাইলে গেইম খেলে, ইউটিউব কিংবা ফেইসবুক ঘুরে। তবে মোবাইল গেমসেই আসক্তি বেশি শিশুদের। আর এই আসক্তি শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতিও করতে পারে।

খেলার মাঠের অপ্রতুলতা শিশুদের মোবাইল আসক্তির অন্যতম কারণ। তাই শিশুদের মোবাইল আসক্তি কমাতে খেলার মাঠের বিকল্প নেই।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com