খবরাখবর
নেত্রকোণায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা (ভিডিওসহ)
শ্রেণিভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পৌরশহরের জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই প্রতিযোগিতা হয়।
শ্রেণিভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নেয় এই প্রতিযোগিতায়।
দুই দিনের প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, “এ ধরনের আয়োজন তৃণমুল থেকে খেলোয়ার উঠে আসবে। যারা আমাদেরকে জাতীয় পর্যায় থেকে পুরস্কার এনে দেবে।”
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।