নেত্রকোণায় ৩০ নারী নিল খাবার তৈরির প্রশিক্ষণ (ভিডিওসহ)

"এই প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ৩০ জন উদ্যোক্তা নারী স্বাবলম্বী হতে পারবেন।"

নেত্রকোণায় ৩০ নারী নিল খাবার তৈরি ও সংরক্ষণের প্রশিক্ষণ।

জেলা শহরের উকিলপাড়া এলাকায় তামান্না মহিলা উন্নয়ন সমিতি নামে একটি সংগঠন স্বাবলম্বী হতে আগ্রহী নারীদের জন্য খাবার বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন করে।

মম, কেক, স্যান্ডউইচ, বার্গার, কাচ্চি বিরিয়ানীসহ হরেক পদের মুখরোচক খাবার কীভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায় এবং সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায় তা হাতে কলমে শেখানো হয়েছে এই প্রশিক্ষণে।

সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ঘরে বসেই খাবার বিক্রি করে সহজেই আয় করা সম্ভব হবে বলে বলছেন এই নারীরা।

প্রশিক্ষণ গ্রহণ করা এক নারী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরে খাবার তৈরি করলে এটা স্বাস্থ্যসম্মত হয়। আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়। এই প্রশিক্ষণে এসে উপকৃত হলাম।"

তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী ফারহানা লিনু বলেন, "এই প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ৩০ জন উদ্যোক্তা নারী স্বাবলম্বী হতে পারবেন।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com