’জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।’
Published : 31 Jan 2024, 07:30 PM
বাগেরহাটের সদর উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে হয়ে গেল বিজ্ঞান মেলা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলে স্টলে নিজেদের নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অতিথিরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।