'অনুষ্ঠানে জাতীয় গণ গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বই পাঠ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।'
Published : 11 Feb 2024, 03:10 PM
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় গণ গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা সরকারি গণ গ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি গণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভার সভাপতিত্ব ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর ড. ইমদাদুল হক মামুন।
অনুষ্ঠানে জাতীয় গণ গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বই পাঠ, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলার কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানজিম আহমেদ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “অনুষ্ঠানের অতিথিরা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। যেগুলো আমাদের জীবনকে উন্নতির দিকে ধাবিত করবে।”
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম।
অতিথিরা তাদের বক্তব্যে বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।