ভোলার চরে বঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি উৎসব (ভিডিওসহ)

"বাচ্চাদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে পারা আসলেই আসাধারণ একটা অনুভূতি।"

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মেহেদি উৎসবের আয়োজন করেছে ভোলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শিশু-কিশোরদের দ্বারা পরিচালিত 'শিশুর হাসি বাংলাদেশ' নামের সংগঠনটি ভোলার একটি চরে এই উৎসবের আয়োজন করে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাসকিনা মেহেজাবীন অধরা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে "বাচ্চাদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে পারা আসলেই আসাধারণ একটা অনুভূতি।"

সংগঠনের প্রতিষ্ঠাতা ইস্রাফিল মহিম বলে, "প্রতি বছরই আমাদের সংগঠনের পক্ষ থেকে রোজা এবং ঈদে পথশিশুদের জন্য কিছু না কিছু করার পরিকল্পনা থাকে, তারই ধারাবাহিকতায় এবার রোজায় পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করি এবং আজকে মেহেদি উৎসব করি।"

শিশুদের চকলেট উপহার দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় মেহেদি উৎসব।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ভোলা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com