সিরাজগঞ্জে শিশুদের স্বরচিত গদ্য লেখা প্রতিযোগিতা (ভিডিওসহ)

শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পাঁচটি ইভেন্টে তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জে শিশুদের উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন, স্বরচিত কবিতা ও গদ্য লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘বই বৃক্ষ’ নামে একটি সংগঠন তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।

শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পাঁচটি ইভেন্টে তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সবশেষে জয়ীদের পুরস্কার তুলে দেন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

‘বই বৃক্ষ’ শিশু কিশোরদের বই পড়ার একটি সংগঠন। এই সংগঠনের সদস্যরা পাঠক তৈরির লক্ষ্যে বাড়ি বাড়ি ঘুরে বিনামূল্যে পাঠকদের কাছে বই পৌঁছে দেয়। পড়া শেষে আবার সেই বই ফেরত আনা হয়। জেলায় তাদের পাঁচ শতাধিক পাঠক রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com