বাবার সঙ্গে কাজে নেমেছে শিশু রুমন (ভিডিওসহ)

পরিবারের আর কেউ পড়াশোনার সুযোগ না পেলেও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিল রুমন।

বাবার সঙ্গে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় আখের রস বিক্রি করে ১২ বছর বয়সী রুমন।

পড়াশোনা ছেড়ে তিন বছর ধরে কাজ করছে সে। শহরের বিভিন্ন জায়গায় বাবার সঙ্গে ছুটে চলে রুমন।

ছয় জনের সংসারে অভাব-অনটন যেন নিত্যদিনের সঙ্গী। তাই পড়াশোনা ছেড়ে কাজে যোগ দেয় সে।

পরিবারের আর কেউ পড়াশোনার সুযোগ না পেলেও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিল রুমন।

সে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “আমার পড়তে খুব ভালো লাগতো। কিন্তু পড়তে পারি নাই। টাকার অভাব। এখন বাবাকে সাহায্য করি কাজে।”

বাবার এই রস বিক্রির কাজকেই ভবিষতে পেশা হিসেবে নিতে চায় জানিয়ে রুমন হ্যালোকে বলে, “আমার আখের রস বিক্রি করতে ভালো লাগে। আমি বড় হয়ে বাবার এই ব্যবসাই করতে চাই।”

মারিয়াম জান্নাত ইতি (১৬), নূরজাহান আক্তার (১৪), মিথিলা ফারজানা (১৪), মারুফ ইসলাম (১৪), মুহিব্বুল্লাহ (১৪), কুষ্টিয়া

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com