
সিলেটে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে হয়ে গেল জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মশালা।
এই কর্মশালার আয়োজন করে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
সম্প্রতি নগরীর একটি চার তারকা হোটেলে সকাল থেকে শুরু হওয়া এই কর্মশালা চলে দুপুর পর্যন্ত।
তরুণ-তরুণীদের সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররাও এই কর্মশালায় অংশ নেয়। কর্মশালাটি পরিচালনা করেন ইউনিসেফের সিলেট বিভাগের এসবিসি (সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ) অফিসার সৈয়দুল হক মিল্কি।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন বিষয়ে নানা অভিজ্ঞতা বিনিময় করা হয়। এছাড়াও তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের রুপরেখা তৈরির বিষয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জেলার বিভিন্ন যুব সংগঠনের স্বেচ্ছাসেবক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শিশুদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঁচ শিশু সাংবাদিক।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।