কেন্দুয়ার স্কুলে মুক্তিযুদ্ধকে জানতে ‘কর্ণার’

“ছবি দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি।”
কেন্দুয়ার স্কুলে মুক্তিযুদ্ধকে জানতে ‘কর্ণার’

নেত্রকোণার একটি স্কুলে চালু করা বিশেষ কর্ণার থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে সহজেই জানতে পারছে প্রাথমিকের শিক্ষার্থীরা।

কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চেংজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছর খানেক আগে চালু করা হয় ‘বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও মুক্তিযুদ্ধ কর্ণার’। শিক্ষার্থীরা বলছে এটি তাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করছে।

স্কুলের দ্বিতীয় তলায় স্থাপন করা কর্ণারে দেখা যায়, গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের প্রবন্ধ, বিবৃতি, ভাষণ, বাণী রয়েছে। মুক্তিযুদ্ধ কর্ণারে রয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য, ইতিহাস, সেক্টর কমান্ডারদের পরিচিতি, মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরদের ছবি।

এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আগে জানতাম না এখন দেখে জেনেছি।”

আরেক শিক্ষার্থী বলে, “ছবি দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম হ্যালোকে বলেন, “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই গ্যালারি ও কর্ণার স্থাপন করা হয়েছে।“

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com