’সনাতন জানায়, বাবার অল্প আয়ে সংসারই চলে না। অভাবের কারণে তাই স্কুলে যাওয়া হয়নি কখনো।’
Published : 13 Feb 2024, 04:51 PM
অভাবের কারণে স্কুলে যাওয়া হয়ে ওঠেনি খুলনার হোগলবুনিয়ার দাসপাড়া গ্রামের শিশু সনাতন দাসের।
পরিবারের চাহিদা মেটাতে মাছ ধরার কাজ করে সে।
সনাতন জানায়, কখনো একাই মাছ ধরে আবার কখনো অন্যের মাছ ধরায় সাহায্য করে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “আমি সারা দিন মাছ ধরি। অন্যের হয়ে ধরলে কয়েকটা মাছ দেয়,সেগুলো বাড়ি নিয়ে যাই। মা রান্না করলে খাই।”
মাছের সন্ধানে সনাতন প্রতিদিনই বিভিন্ন বিলে ঘুরে বেড়ায়।
সনাতন জানায়, বাবার অল্প আয়ে সংসারই চলে না। অভাবের কারণে তাই স্কুলে যাওয়া হয়নি কখনো।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।