বাগেরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
বাগেরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাগেরহাটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলার শিশু একাডেমি ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি- এই তিনটি ক্যাটাগরিতে শিশুদের মধ্যে প্রতিযোগিতা হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বয়সী শিশুরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

জেলার শিশুবিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান জানান, শিশুদের অনুপ্রাণিত করতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রত্যেক বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com